Kishore Kumar Hits

Arundhati Holme Chowdhury - Aamar Bela Je Jai - Original lyrics

Artist: Arundhati Holme Chowdhury

album: Kon Aalo Laglo Chokhe (Original)


আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়

একতারাটির একটি তারে
গানের বেদন বইতে না'রে
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে না'রে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়

এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে
রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists