Arundhati Holme Chowdhury - Ketechhe Ekela - Original lyrics
Artist:
Arundhati Holme Chowdhury
album: Kon Aalo Laglo Chokhe (Original)
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুমচয়নে
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুমচয়নে
♪
দেখিতে দেখিতে নূতন আলোকে
কি দিল রচিয়া ধ্যানের পুলকে
দেখিতে দেখিতে নূতন আলোকে
কি দিল রচিয়া ধ্যানের পুলকে
নূতন ভুবন নূতন দ্যুলোকে
মোদের মিলিত নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুমচয়নে
♪
বাহির-আকাশে মেঘ ঘিরে আসে
এল সব তারা ঢাকিতে
হারানো সে আলো আসন বিছালো
শুধু দুজনের আঁখিতে
আঁখিতে, আঁখিতে
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
ভাষাহারা মম বিজন রোদনা
প্রকাশের লাগি করেছে সাধনা
চিরজীবনেরি বাণীর বেদনা
মিটিল দোঁহার নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুমচয়নে
সব পথ এসে মিলে গেল শেষে
তোমার দুখানি নয়নে
নয়নে, নয়নে
কেটেছে একেলা বিরহের বেলা
আকাশকুসুমচয়নে
Поcмотреть все песни артиста
Other albums by the artist