পাহাড়ের বুক চিরে অঝোরে ঝর্ণা বয়ে গোধূলির আলো মেখে হিমেল হাওয়ায় কে যায়, কে যায়, কে যায় অজানায় পাহাড়ের বুক চিরে অঝোরে ঝর্ণা বয়ে গোধূলির আলো মেখে হিমেল হাওয়ায় কে যায়, কে যায়, কে যায় অজানায় ♪ আমার বুকের নদী গিয়েছে আজও বুঝি হারিয়ে কোনো অচেনায় উদাসী পথের বাঁকে ফেলে আসা স্মৃতির ডাকে বিরহী মন মোহনায় অভিমান জলে ভেসে যায় কে যায়, কে যায়, কে যায় অজানায় পাহাড়ের বুক চিরে অঝোরে ঝর্ণা বয়ে গোধূলির আলো মেখে হিমেল হাওয়ায় কে যায়, কে যায়, কে যায় অজানায় ♪ এ মনে যদি আসো, আমরণ ভালোবাসো দু'চোখের মৃদু ইশারায় পাহাড়ি বাঁশির সুরে সোহাগের অচিনপুরে না বলা কথা বলে যায় অভিমান জলে ভেসে যায় কে যায়, কে যায়, কে যায় অজানায় পাহাড়ের বুক চিরে অঝোরে ঝর্ণা বয়ে গোধূলির আলো মেখে হিমেল হাওয়ায় কে যায়, কে যায়, কে যায় অজানায় কে যায় অজানায় কে যায় অজানায়