যে নারী বারেবারে মিথ্যার আশ্রয় নিয়ে সে নিজেরই ঘর ছেড়ে চলে যায় সে নারী কখনো পারেনা ভালোবাসতে সে নারী কখনো পারেনা ভালোবাসতে বিধাতা বলেছেন মন দিয়ে যদি চাও তোমাকে দিয়ে যাবে সেই মেয়েকে কথাটা মিথ্যে মিথ্যে মিথ্যে তোমারই মতো মেয়ে চাইনি এ জীবনে মেয়ে জানি আমি কত ভেবেছি যে একা প্রশ্ন তোমার কাছে কাছে, Ya Ya Ya যে তোমায় ভালোবাসে হৃদয়ের কাছে আসে তাকেই দূরে ঠেলে দিলে কেন? এ মনেরই কাছে এসে সময়ের সাথে ভেসে চলেই যাবে যখন এলে কেন? অভিমান বুকে জড়িয়ে রেখে দিলেম যত অভিমান ও যত অভিমান বুঝিনা কি কারণে হারিয়ে গেলে আমার অগোচরে নিয়ে বিদায়, এটাই তো বিদায় যার কারণে অসহায় ঘুমের পিল সহেনা এ দেহে সহেনা মেয়ে জানি আমি কত ভেবেছি যে একা প্রশ্ন তোমার কাছে কাছে, Ya Ya Ya যে তোমায় ভালোবাসে হৃদয়ের কাছে আসে তাকেই দূরে ঠেলে দিলে কেন? এ মনেরই কাছে এসে সময়ের সাথে ভেসে চলেই যাবে যখন এলে কেন? [মুখে হাসি না, কথা বলি না যেভাবে আছে সব থাক মুখে হাসি না, কথা বলি না যেভাবে আছে সব থাক মুখে হাসি না, কথা বলি না যেভাবে আছে সব থাক মুখে হাসি না, কথা বলি না যেভাবে আছে সব থাক]