আমি তোমার গলির তোমার বাড়ি চিনি আমি শূন্য থেকে একশো গুণতে জানি আমার বলতে কথা তোমার সাথে মানা তবু অবাধ্যতার নামতা মোদের জানা এই শহর আমায় দেয়নি কভু কিছু তবু চলতে হয়েছে তারই পিছু পিছু হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সয়ে এখন তুমি আমার নতুন ঠিকানা আমার দুঃখ-সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি আমি হাজার ভুলেও তোমায় ভুলি না ♪ আমি ঘুমের তরে এখন কাটাই নেশার ঘোরে আমি জীবন থেকে যেন যাচ্ছি একাই সরে আমার একটিমাত্র চাওয়া হয় না কেন পূরণ? তোমাকে কি কাছে পাবো না? হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সয়ে এখন তুমি আমার নতুন ঠিকানা আমার দুঃখ-সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি আমি হাজার ভুলেও তোমায় ভুলি না ♪ আমার চারিপাশের ধারে হাজার মনের ভীড়ে শুধু একটি মুখের ছায়া পড়ে বারংবারে আমি জেনেশুনেও কেন চাইছি সোনার হরিণ যাকে কভু পাওয়া যাবে না হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সয়ে এখন তুমি আমার নতুন ঠিকানা আমার দুঃখ-সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি আমি হাজার ভুলেও তোমায় ভুলি না আমি তোমার গলির তোমার বাড়ি চিনি আমি শূন্য থেকে একশো গুণতে জানি আমার বলতে কথা তোমার সাথে মানা তবু অবাধ্যতার নামতা মোদের জানা এই শহর আমায় দেয়নি কভু কিছু তবু চলতে হয়েছে তারই পিছু পিছু হয়তো তুমি আসবে বলে আমি সবই গেছি সয়ে এখন তুমি আমার নতুন ঠিকানা আমার দুঃখ-সুখের সাথী, আমি সদাই তোমায় ভাবি আমি হাজার ভুলেও তোমায় ভুলি না