সে এক গাঁয়ের কথা, সুখ-দুঃখ-শোক একাকার হয়ে থাকে কল্পনার লোক সে এক গাঁয়ের কথা, সুখ-দুঃখ-শোক একাকার হয়ে থাকে কল্পনার লোক মিশে যায় স্বপ্নে যার অপু সে বালক মিশে যায় স্বপ্নে যার অপু সে বালক সে এক গাঁয়ের স্বপ্ন, সুখ-দুঃখ-শোক কাগজে কলমে তাকে বাঁধেন যে জন কাগজে কলমে তাকে বাঁধেন যে জন বিভূতি বানুজ্জে তিনি, জানে সর্বজন ওরে জানে সর্বজন, ওরে জানে সর্বজন ওরে জানে সর্বজন ♪ আম আঁটি ভেঁপুর বাদ্যে সুরের আশ্রয় ডাগর ডাগর চোখে অপার বিস্ময় আম পাতা মুকুটের, জাম পাতা শাদী দে ছুট, দে ছুট, ভাই, ওই রেলগাড়ি ♪ চুপিচুপি আইকন-বাইকন কাশবন পার হরিহর সর্বজয়া মায়ার সংসার হরিহর সর্বজয়া মায়ার সংসার হরিহর সর্বজয়া মায়ার সংসার Camera-'র চাকা ঘুরে ঘুরঘুর-ঘুরঘুর-ঘুরঘুর-ঘুরঘুর-ঘুর Camera-'র চাকা ঘুরে এই বাংলায় কী হাত ছায়ায় আঁকেন সত্যজিৎ রায় (সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়) (সত্যজিৎ রায়, সত্যজিৎ রায়) ♪ সেতারের তার থেকে সেতারের তার থেকে নীল আকাশে ঘর নীলকন্ঠ পাখি এক রবিশঙ্কর নীলকন্ঠ পাখি- নীলকন্ঠ পাখি এক রবিশঙ্কর নীলকন্ঠ পাখি এক রবিশঙ্কর কান থেকে ভেনিসে উদ্বাগস্বর পথ সে পাঁচালী হয়ে বেরোয় কপাট পথ সে পাঁচালী হয়ে বেরোয় কপাট উড়ান উদান দেয় জানে দিগ্বিদিক বিভূতি অমর কাব্যে জ্বলিছে মানিক বিভূতি অমর কাব্যে জ্বলিছে মানিক, জ্বলিছে মানিক (জ্বলিছে মানিক, জ্বলিছে মানিক) (জ্বলিছে মানিক, জ্বলিছে মানিক) (জ্বলিছে মানিক, জ্বলিছে মানিক) (জ্বলিছে মানিক)