Arko Mukherjee - HEY MORE CHITTO lyrics
Artist:
Arko Mukherjee
album: HEY MORE CHITTO
जय हिन्द
হে মোর চিত্ত
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে
জাগো রে ধীরে
এই ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
♪
হে মোর চিত্ত
হে মোর চিত্ত, পূণ্য তীর্থে
জাগো রে ধীরে
এই ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
হেথায় দাঁড়ায়ে
হেথায় দাঁড়ায়ে দু'বাহু বাড়ায়ে
নমি নর-দেবতারে
উদার ছন্দে পরমানন্দে
বন্দন করি তাঁরে
ধ্যান-গম্ভীর এই যে ভূধর
নদীজপমালাধৃত প্রান্তর
হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে
এই ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
♪
কেহ নাহি জানে
কেহ নাহি জানে কার আহ্বানে
কত মানুষের ধারা
দুর্বার স্রোতে এল কোথা হতে
সমুদ্রে হল হারা
কত মানুষের ধারা
হেথায় আর্য
হেথায় আর্য, হেথা অনার্য
হেথায় দ্রাবিড়, চীন
শক-হুন-দল পাঠান-মোগল
এক দেহে হল লীন
পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার
সেথা হতে সবে আনে উপহার
দিবে আর নিবে, মিলাবে মিলিবে
যাবে না ফিরে
এই ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
♪
এসো হে আর্য
এসো হে আর্য, এসো অনার্য
হিন্দু মুসলমান
এসো এসো আজ তুমি ইংরাজ
এসো এসো খৃস্টান
হিন্দু মুসলমান
এসো ব্রাহ্মণ
এসো ব্রাহ্মণ, শুচি করি মন
ধরো হাত সবাকার
এসো হে পতিত, হোক অপনীত
সব অপমানভার
মার অভিষেকে এসো এসো ত্বরা
মঙ্গলঘট হয় নি যে ভরা
মার অভিষেকে এসো এসো ত্বরা
মঙ্গলঘট হয় নি যে ভরা
সবারে পরশে পবিত্র করা তীর্থনীরে
আজি ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
আজি ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
আজি ভারতের মহামানবের সাগরতীরে
জাগো রে ধীরে
Поcмотреть все песни артиста
Other albums by the artist