ইতিহাস সব মনে রাখে চুম্বন, দংশন, ক্ষত ইতিহাস মরে বেঁচে যায় অনাহত ছায়াদের মত ♪ ইতিহাস সব মনে রাখে চুম্বন, দংশন, ক্ষত ইতিহাস মরে বেঁচে যায় অনাহত ছায়াদের মত একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো তোমাকে হরিণ ভেবে মেয়ে শাপদেরা আঁচড়াতে থাকে তোমাকে হরিণ ভেবে মেয়ে শাপদেরা আঁচড়াতে থাকে শরীর চুবিয়ে নিয়ে জলে যোণীতে আগুন জ্বেলে রাখে একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো ♪ তবুও তো পাহাড় ডিঙ্গিয়ে মেঘ নেমে আসে সমতলে স্বাধীণ শস্য ভরা ক্ষেত শেকল ভাঙ্গার কথা বলে তবুও তো পাহাড় ডিঙ্গিয়ে মেঘ নেমে আসে সমতলে স্বাধীণ শস্য ভরা ক্ষেত শেকল ভাঙ্গার কথা বলে ছায়ারা মানুষ হয়ে যায় পুরোনো দেওয়ালে ছবি আঁকে ছায়ারা মানুষ হয়ে যায় পুরোনো দেওয়ালে ছবি আঁকে চাঁদ ডুবে গেলে গো ভোরে ইতিহাস একা জেগে থাকে একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো একটা গল্প বলি শোনো