Arko Mukherjee - Rai Jaago lyrics
Artist:
Arko Mukherjee
album: Teenanko (Original Motion Picture Soundtrack)
ওওও...
♪
জেগে দেখো আর তো নিশি নাইগো জয় রাঁধে
জেগে দেখো আর তো নিশি নাইগো জয় রাঁধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
♪
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
♪
ওওও...
♪
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
তুমি আছো গো রাই ঘুমাইয়া
শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া
তুমি আছো গো রাই ঘুমাইয়া
ওরে কুল কলঙ্কের ভয় কি তোমার নাইগো জয় রাঁধে
কুল কলঙ্কের ভয় কি তোমার নাইগো জয় রাঁধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
♪
বাসি ফুল জলে দিয়া
আনো সবে ফুল তুলিয়া
বাসি ফুল জলে দিয়া
তোমরা আনো সবে ফুল তুলিয়া
সেই ফুল দিয়া যৈগলকে সাজাইগো জয় রাঁধে
সেই ফুল দিয়া যৈগলকে সাজাইগো জয় রাঁধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী
জাগো শ্যামের
♪
জাগো শ্যামের মনমোহিনী
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
বিনোদিনী রাই
♪
বিনোদিনী রাই
বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
♪
বাসি ফুল জলে দিয়া
আনো সবে ফুল তুলিয়া
বাসি ফুল জলে দিয়া
তোমরা আনো সবে ফুল তুলিয়া
সেই ফুল দিয়া যৈগলকে সাজাইগো জয় রাঁধে
সেই ফুল দিয়া যৈগলকে সাজাইগো জয় রাঁধে
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
রাই জাগো গো
জাগো শ্যামের মনমোহিনী
জাগো শ্যামের
♪
জাগো শ্যামের মনমোহিনী
জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনী রাই
বিনোদিনী রাই
বিনোদিনী রাই
Поcмотреть все песни артиста
Other albums by the artist