Arko Mukherjee - Amay Dubaili Re lyrics
Artist:
Arko Mukherjee
album: Ghater Kotha
কূল নাই কিনার নাই
নাইকো দইরার পাড়ি
তুমি সাবধানে চালাইয়ো মাঝি
তোমার ভাঙা তরী রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
তোর নামে ভরসা করে
তরী দিলাম ছেড়ে
ওরে, তোর নামে ভরসা করে
তরী দিলাম ছেড়ে
একবার হাল ধরিয়া বইসো গুরু
ভাঙা তরীর পরে রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
ভব নদীর তরঙ্গ দেইখা
প্রাণে লাগে ভয়
ওরে, তোর নামে কলঙ্ক হবে যদি
তরী ডুবে যায় রে
তোর নামে কলঙ্ক
তোর নামে কলঙ্ক হবে যদি
তরী ডুবে যায় রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
ওরে অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমার অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
আমার অকূল দরিয়ার বুঝি কূল নাই রে
Поcмотреть все песни артиста
Other albums by the artist