কী ঘর বানাইব আমি কী ঘর বানাইব আমি শূণ্যেরই মাঝার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালাই নাই আমার? ♪ ভলা করি ঘর বানাইয়া অরে, ভলা করি ঘর বানাইয়া কয়দিন থাকমু আর অরে, কয়দিন থাকমু আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? ♪ আগে যদি জানত হাসন আগে যদি জানত হাসন বাঁচবো কতদিন অরে, বাঁচবো কতদিন বানাইতো দালান-কুঠা অরে, বানাইত দালান-কুঠা করিয়া রঙিন লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? ♪ এই ভাবিয়া হাসন রাজা এই ভাবিয়া হাসন রাজা ঘর-দুয়ার না বান্ধে অরে, ঘর-দুয়ার না বান্ধে কোথায় নিয়া রাখবো আল্লা অরে, কোথায় নিয়া রাখবো আল্লা সেই ভাবিয়া কান্দে লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে ঘর-বাড়ির বালা নাই আমার? লোকে বলে, কে বলে রে