Kishore Kumar Hits

Arko Mukherjee - Tobey - From "Mawjar Karkhana - Strange Factory" lyrics

Artist: Arko Mukherjee

album: Tobey (From "Mawjar Karkhana - Strange Factory")


যদি তোমার ছোঁয়া পেতো হৃদয়
তোমার মনের দুয়ার খুলে
আবার ফিরে আসতো আষাঢ়
আসতে তুমি শুকনো ঠোঁটে

যদি রামধনুর রঙ মেখে তুমি
পাড়ি দিতে মাতাল নদী
সবকিছু হওয়ার পরে
আসতে তুমি, আসতে যদি
তবে রাখতে তুমি আজও আমায় মনে
তবে এত একলা আজ হতো না নীরবতা
তবে আজও আমার উদাস চোখের কোণে
দেখতে না তুমি ব্যর্থ ব্যাকুলতা
দেখতে না তুমি ব্যর্থ ব্যাকুলতা

সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা
যা কিছু চায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
When I find myself in times of trouble
Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness
She is standing right in front of me
Speaking words of wisdom, let it be
যদি রবি ঠাকুর লিখতো raggae
আর সবুজ পাতায় vitamin
Bob Dylan বলতো, "অংক করো"
আর first-boy-রা খেতো পাহাড়ি cream
Lennon-টা রোজ office যেতো
আর শরৎ থাকতো বছর ধরে
সুমনবাবুর গানের সুরে
আসতে তুমি, আসতে ফিরে
তবে রাখতে তুমি আজও আমায় মনে
তবে এত একলা আজ হতো না নীরবতা
তবে আজও আমার উদাস চোখের কোণে
দেখতে না তুমি ব্যর্থ ব্যাকুলতা
দেখতে না তুমি ব্যর্থ ব্যাকুলতা
দেখতে না তুমি ব্যর্থ ব্যাকুলতা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists