Kishore Kumar Hits

Taalpatar Shepai - Megher kole Rowd hesheche lyrics

Artist: Taalpatar Shepai

album: Megher kole Rowd hesheche


মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা
আজ আমাদের ছুটি, ও ভাই
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি, আহা, হাহা, হা
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা
কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেব ফুলে
তালদীঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে
কেয়া পাতার নৌকো গড়ে
সাজিয়ে দেব ফুলে
তালদীঘিতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেণু
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাবো আজ বাজিয়ে বেণু
মাখবো গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি, আহা, হাহা, হা
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি, আহা, হাহা, হা
আজ আমাদের ছুটি, ও ভাই
আজ আমাদের ছুটি, আহা, হাহা, হা
আহা, হাহা, হা
আহা, হাহা, হা
আহা, হাহা, হা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists