Kishore Kumar Hits

Silajit - Brishti lyrics

Artist: Silajit

album: Sarbonaash


হঠাৎ আকাশ টুকরো টুকরো কিছু বৃষ্টি
গোমড়া আকাশ হঠাৎ আমার মত হ্যাংলা
গোলপার্ক ভরা ভিজে রাধাচূড়া
হলদে রাস্তা ঝাপসা আমাকে সামলা
ভিজে বিকেল তোরই মত আমায় ডাকছে
Mobile phone memory তোর number
বাজছে, বাজছে, বেজেই চলে সারাক্ষণ
Mobile phone memory তোর number
বাজছে, বাজছে, বেজেই চলে সারাক্ষণ
একলা, বড্ড একলা লাগছে এখন
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?

লেকের ধারে railing-এ বসে ঝোড়ো কাক
ডাকছে কা কা কা কা নাকি প্রেমিকা
উপচে পড়ছে বৃষ্টি ঠিক তোর মতো
কি করবো আমি কাকের মতই থতমথ
বারবার কতবার তোর number
বাজছে, বাজছে, বেজেই চলে সারাক্ষণ
বারবার কতবার তোর নাম্বার
বাজছে, বাজছে, বেজেই চলে সারাক্ষণ
একলা, বড্ড একলা লাগছে এখন
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি ফোন খারাপ?

কেন জানিনা এ শরীর এত মেঘলা
মেঘ দেখলেই প্রেম পায়, প্রেম চায়
বৃষ্টি আমার কোমর, কাঁধ, সারা গায়
বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়
কেন জানিনা এ শরীর এত মেঘলা
মেঘ দেখলেই প্রেম পায়, প্রেম চায়
বৃষ্টি আমার কোমর, কাঁধ, সারা গায়
বৃষ্টি আমায় ছুঁড়ে ফেলে কবিতায়
একদিন আমি বলেছিলাম আয় ঝিন্টি
আয় ঝেপে বৃষ্টি হয়ে আয়
এখন আমি বড্ড নিরুপায়
বৃষ্টিকে বলি ঝিন্টি হতে পারতিস
মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
বৃষ্টি তুই ঝিন্টি হতে পারতিস
মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম
বারবার কতবার তোর number
Chance নেই আজ বৃষ্টির কোন থামবার
বারবার কতবার তোর number
Chance নেই আজ বৃষ্টির কোন থামবার
বাজছে, বাজছে, বেজেই চলে সারাক্ষণ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
এই... তোর কি phone খারাপ?
আমার মন খারাপ
এই, এই, এই, এই
তোর কি phone খারাপ?

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists