Kishore Kumar Hits

Silajit - Ja Pakhi lyrics

Artist: Silajit

album: Jaa


Hello!
আবার তুমি আমাকে ফোন করেছ?
তোমাকে তো বলেছি বারবার এভাবে আমাকে disturb করবে না
আমার এসব ভালো লাগছে না
আচ্ছা, তোমার কি কোনো আত্মসম্মানবোধ নেই!
আর আগেও তো বলেছি, যা হয়েছে সেটা ভুলে যাও
Please, please, এভাবে আমাকে disturb করো না

কী সহজ ভুলতে পারা, তাই না?
পাঁজরে বিঁধছে যে আলপিন
মন আমার মশাল, শরীর জ্বলে
পুড়ে যাক পৃথিবী রাত-দিন
যে কথায় কবিতা জন্মাতো
সে কথায় কথায় শিরায় শিরায় বিষ
এক-একটা কথার ছোবলে
কবিতার খাতা পুড়িয়ে দিস
সে ধোঁয়ায় জ্বলছে মাথা-চোখ
সাধ হয় তোকেও জ্বালাই
জ্বালাতে গিয়েও বাঁচায় আগুন
চাই না বাজে খরচা তাই
বুকের এ খাঁচায় জ্বলুক আগুন
ভালোবাসা সর্বনাশা, হায়
এতদিনে বুঝতে পারি ভাষা
তোর এবার নতুন বাসা চাই
যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে
যা, যা, যা, খুঁজে নে অন্য কোনো বাসা
খুঁজে নে অন্য কোনো মন
ভুলে যা বন্য ভালোবাসা
যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে

এক-একটা দিন, এক-একটা রাত
ফিরে গেছি রোজ রোজ, বাড়িয়েছি হাত
তোকে ধরে রাখতে চেয়ে, হায়
দারুণ দুপুর, ধূসর বিকেল, সর্বস্বান্ত সন্ধ্যায়
এক-একটা দিন, এক-একটা রাত
ফিরে গেছি রোজ রোজ, বাড়িয়েছি হাত
তোকে ধরে রাখতে চেয়ে, হায়
দারুণ দুপুর, ধূসর বিকেল, সর্বস্বান্ত সন্ধ্যায়
এ বুকে আকাশ রেখেছিলাম
এ শরীর অশান্ত জঙ্গল
খোলা মনে উড়তে পারলি না
এ মনের তুই কি পাবি তল
খোলা মনে উড়তে পারলি না
এ মনের তুই কি পাবি তল
যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে, যা
খুঁজে নে অন্য কোনো বাসা
খুঁজে নে গৃহস্থ জীবন
ভুলে যা বন্য ভালোবাসা
যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে, যা

এ বুকে বন্দি কী, জানি না
জানি না কি সুখ আছে রাখা
শুধু ভাবি তখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা
শুধু ভাবি তখন ফিরে এলে
এ খাঁচা পাবি কি আর ফাঁকা
জংলি পাখির পালক পরে
ধরা পড়ে আর পেলি না পার
আসমানে ভুলে খুঁজিস খাঁচা
জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়
যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে, যা
খুঁজে নে অন্য কোনো বাসা
সুখে থাক শিকল বেঁধে মনে
ভুলে যা বন্য ভালোবাসা, যা
যা, যা, যা, যা, পাখি, উড়তে দিলাম তোকে

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists