Bari Siddiqui - Ei Duniya Mayar Khela lyrics
Artist:
Bari Siddiqui
album: Premer Ghuri
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
পাগলে পাগলরে বুঝায়
পাগলে পাগলরে বুঝায়
পাগলামি তুই করিস না
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
♪
কেহ পাগল ধনে-জনে
কেহ পাগল রুপে-গুণে
কেহ পাগল ধনে-জনে
কেহ পাগল রুপে-গুণে
কেহ পাগল আল্লাহর প্রেমে
কেহ পাগল আল্লাহর প্রেমে
দুনিয়াদারি চায় না
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
♪
শেখ ওয়ারীশের পাগল মন
সদাই করে উচাটন
শেখ ওয়ারীশের পাগল মন
সদাই করে উচাটন
সময় সময় দেয় জ্বালাতন
সময় সময় দেয় জ্বালাতন
বুঝাইলে তো মানে না
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
♪
কেহ পাগল ধনে-জনে
কেহ পাগল রুপে-গুণে
কেহ পাগল ধনে জনে
কেহ পাগল রুপে-গুণে
কেহ পাগল আল্লাহর প্রেমে
কেহ পাগল আল্লাহর প্রেমে
দুনিয়াদারি চায় না
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
পাগলে পাগলরে বুঝায়
পাগলে পাগলরে বুঝায়
পাগলামি তুই করিস না
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
সব পাগলের আস্তানা
এই দুনিয়া পাগলাগারদ
Поcмотреть все песни артиста
Other albums by the artist