Bari Siddiqui - Antorjala lyrics
Artist:
Bari Siddiqui
album: Antor Jala
আমার অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অবিনাশী আগুনে পোড়া
অবিনাশী আগুনে পোড়া
ভাঙা মনটা জোড়া লাগাইতাম
যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
♪
দিনে দিনে হইতো সুন্দর, জ্বলন হলে পোড়া অন্তর গো
দিনে দিনে হইতো সুন্দর, জ্বলন হলে পোড়া অন্তর গো
চারিদিকের সব হাহাকার
চারিদিকের সব হাহাকার
মুছে দিতে পারতাম
যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
♪
ডুবে গেলে জ্যোৎস্নার ভিতর, থাকা যেত আরশীনগর গো
ডুবে গেলে জ্যোৎস্নার ভিতর, থাকা যেত আরশীনগর গো
সর্বনাশের ক্ষত জুড়ে, হায় রে
সর্বনাশের ক্ষত জুড়ে মায়াতে মাখিতাম
যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
আমার অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অবিনাশী আগুনে পোড়া
অবিনাশী আগুনে পোড়া
ভাঙা মনটা জোড়া লাগাইতাম
যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
আমার অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
অন্তর-জ্বালা জুড়াইতাম যদি প্রাণবন্ধুরে একবার দেখিতাম
Поcмотреть все песни артиста
Other albums by the artist