Kishore Kumar Hits

Momtaz - Pirit Koiro Na lyrics

Artist: Momtaz

album: Pirit Koiro Na


না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা
ধরলে ছাড়ে না, পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না

পিরিতি এমনই অসুখ যার চিকিৎসা নাই
মজনুর প্রেমে লাইলি পাগল হইয়াছিল তাই
পিরিতি এমনই অসুখ যার চিকিৎসা নাই
মজনুর প্রেমে লাইলি পাগল হইয়াছিল তাই
সুজন দেইখা কইরো পিরিত, সুজন দেইখা কইরো পিরিত
ফান্দে পইড়ো না, পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা
ধরলে ছাড়ে না, পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না

একটা মনের একটা মানুষ একজনই তো হয়
সেই মানুষটা থাকলে দূরে দুঃখ জমে রয়
একটা মনের একটা মানুষ একজনই তো হয়
সেই মানুষটা থাকলে দূরে দুঃখ জমে রয়
চোখের জলে বইবে গঙ্গা, চোখের জলে বইবে গঙ্গা
কেউ তো দেখবে না, পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
পিরিতি কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা
ধরলে ছাড়ে না, পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না
না জানিয়া না বুঝিয়া পিরিত কইরো না

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists