Kishore Kumar Hits

Palash - Megh Boleche Jabo Jabo lyrics

Artist: Palash

album: Neelar Gaan


মেঘ বলেছে যাব যাব (রবীন্দ্রনাথ এর গান)
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে– আমি তো আর নাই।।
দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে
আমি বলে মিলাই আমি আর কিছু না চাই।।
ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা।
প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই।

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists