আজ বরষায় মন হারিয়ে যায় তোমাকে কাছে পাওয়ার আশায় আঁধার ঘনায় ভেজা কবিতায় চেনা মৌনতায় এসেছে শ্রাবণ আবার হঠাৎ অশ্রুধারায় তুমি যদি পাশে রও, ভুলে যাবো সব ব্যথা ভেঙে যাবে জীবনের অহেতুক নীরবতা আজ বরষায় মন হারিয়ে যায় তোমাকে কাছে পাওয়ার আশায় আঁধার ঘনায় তুমি যদি পাশে রও, ভুলে যাবো সব ব্যথা ভেঙে যাবে জীবনের অহেতুক নীরবতা আজ বরষায় মন হারিয়ে যায় ♪ তোমার আঁচল ছুঁয়ে জল মেঘের আঙিনায় ঝরে পড়ে সারাক্ষণ আমার জানালায় দূরে থাকার এই সময় কাঁদে যেন পিপাসায় মিশে আছো মনে হয় বিষণ্ন হাওয়ায় তুমি যদি পাশে রও, ভুলে যাবো সব ব্যথা ভেঙে যাবে জীবনের অহেতুক নীরবতা আজ বরষায় মন হারিয়ে যায় ♪ মেঘের কাজল ধুয়ে জল সীমাহীন সীমানায় দিশেহারা করে মন অলস ভাবনায় দূরে থাকার এই সময় কাঁদে যেন পিপাসায় মিশে আছো মনে হয় বিষণ্ন হাওয়ায় তুমি যদি পাশে রও, ভুলে যাবো সব ব্যথা ভেঙে যাবে জীবনের অহেতুক নীরবতা আজ বরষায় মন হারিয়ে যায় তোমাকে কাছে পাওয়ার আশায় আঁধার ঘনায় ভেজা কবিতায় চেনা মৌনতায় এসেছে শ্রাবণ আবার হঠাৎ অশ্রুধারায় তুমি যদি পাশে রও, ভুলে যাবো সব ব্যথা ভেঙে যাবে জীবনের অহেতুক নীরবতা আজ বরষায় মন হারিয়ে যায় তোমাকে কাছে পাওয়ার আশায় আঁধার ঘনায়