রুপালী চাঁদ অলিখ আপন ভাললাগায় যেন তেমন কি ভেবেই আমরা যখন কাছাকাছি আগেরই মতন দূর থেকে হাসে শুধু রুপালী চাঁদ দেখে দু'জনেই ভুলেছি অবসাদ রাত বলে এইতো চেয়েছিল সে শুধু শুধু কেন আর থাকা ভুল বুঝে ♪ অভিমানী শিশির ঝরে এখনও সারা রাত জুড়ে দুঃখিনী বল কি করে দূরে ছিলাম এতদিন ধরে দূর থেকে হাসে শুধু রুপালী চাঁদ দেখে দু'জনেই ভুলেছি অবসাদ রাত বলে এইতো চেয়েছিল সে শুধু শুধু কেন আর থাকা ভুল বুঝে ♪ প্রেয়সী মেঘের দেশে বেলায় বেলায় শেষে না হয় কাটায় জীবন আবারও ভালবেসে দূর থেকে হাসে শুধু রুপালী চাঁদ দেখে দু'জনেই ভুলেছি অবসাদ রাত বলে এইতো চেয়েছিল সে শুধু শুধু কেন আর থাকা ভুল বুঝে রুপালী চাঁদ অলিখ আপন ভাললাগায় যেন তেমন কি ভেবেই আমরা যখন কাছাকাছি আগেরই মতন দূর থেকে হাসে শুধু রুপালী চাঁদ দেখে দু'জনেই ভুলেছি অবসাদ রাত বলে এইতো চেয়েছিল সে শুধু শুধু কেন আর থাকা ভুল বুঝে রুপালী চাঁদ অলিখ আপন ভাললাগায় যেন তেমন কি ভেবেই আমরা যখন কাছাকাছি আগেরই মতন দূর থেকে হাসে শুধু রুপালী চাঁদ দেখে দু'জনেই ভুলেছি অবসাদ রাত বলে এইতো চেয়েছিল সে শুধু শুধু কেন আর থাকা ভুল বুঝে