Ayub Bachchu - Fera lyrics
Artist:
Ayub Bachchu
album: Bolini Kokhono
বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন-মণিকোঠায়
বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মনে পড়ে যায়, প্রশ্নহীনা, জোছনা ধোঁয়া রাতে কথোপকথন
চোখের ভাষায়, হতো যতো, আগামী দিনের, স্বপ্নের আলাপন
কি ভুল করেছি আমি আমারই ভুলে
প্রতি নীরবতা আমাকে পোড়ায়
বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
আমার যতো অপূর্ণতা, পারিনি বোঝাতে, আমি পারিনি তোমায়
ভুলের মাশুল দিতে গিয়ে, জীবন ভরে থাকে, বিষন্নতায়
হারায়ে বুঝেছি তুমি কি ছিলে আমার
কি ছিলে আমার তুমি বোঝানো না যায়
বেলা শেষে ফিরে এসে, পাইনি তোমায়
কৃষ্ণচূড়ার রঙে এঁকেছি তোমায়
মুছোনা তুমি তারে দুঃখেরই ছোঁয়ায়
সাজিয়ে রেখো মন-মণিকোঠায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist