অনেক দিনের পরে আজ আবার মনে পড়ে সবুজ-শ্যামল মেঠোপথে শিউলি ঝরায় চলে যেতে অনেক দিনের পরে আজ আবার মনে পড়ে সবুজ-শ্যামল মেঠোপথে শিউলিঝরায় চলে যেতে কত সুখ, কত ব্যথা কতশত কথকতা ফিরে যায় বারে বারে শিউলি ঝরানো মেঠোপথে তুমি বসেছিলে (তুমি বসেছিলে) আনমনে (আনমনে) তুমি বসেছিলে (তুমি বসেছিলে) আনমনে (আনমনে) ♪ অবাক বিস্ময়ে ভাবি সে আজ বহুদিন পার হয়ে গেছে যেন মাঝখানে নদী এপারে আমি একা, ওপারে তুমি এপারে আমি একা, ওপারে তুমি কত সুখ, কত ব্যথা কতশত কথকতা ফিরে যায় বারে বারে শিউলি ঝরানো মেঠোপথে তুমি বসেছিলে (তুমি বসেছিলে) আনমনে (আনমনে) তুমি বসেছিলে (তুমি বসেছিলে) আনমনে (আনমনে) ♪ অনেক দিনের পরে আজ আবার মনে পড়ে নূপুরের আওয়াজ তুলে এসেছিলে শিউলি ঝরানো মেঠোপথে অনেক দিনের পরে আজ আবার মনে পড়ে নূপুরের আওয়াজ তুলে এসেছিলে শিউলি ঝরানো মেঠোপথে ক্ষণিকের আলোছায়ায় এ কোন অচিন মায়ায় বাঁধা ছিল তোমার আমার হারিয়ে যাবার খেলায় অনেক দিনের পরে তোমাকে মনে পড়ে অনেক দিনের পরে তোমাকে মনে পড়ে কত সুখ, কত ব্যথা কতশত কথকতা অনেক দিনের পরে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে (তোমাকে মনে পড়ে)