Kishore Kumar Hits

Ayub Bachchu - Oboshonno Kono Bikele lyrics

Artist: Ayub Bachchu

album: Jibon


অবসন্ন কোনো বিকেলে
ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে
অবসন্ন কোনো বিকেলে
ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে
একাকীত্বের এই শূন্যতা
কাঁদায় আমাকে যখন তখন
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে

নিস্তব্ধ কোনো রাত্রিতে
ঘুম ভেঙে গেলে হঠাৎ করে
কষ্টের আঙিনায় একাকী হাঁটি, হাঁটি
স্বপ্নমাখা ক্ষণ সেই কবেকার
তোমার আমার, তোমার আমার
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে

না জানা কারণে হারালাম
অবুঝ এ মনকে বোঝালাম
তোমার আশায় পথ চেয়ে থাকি, থাকি
অন্তরে সারাক্ষণ জেগে থাকে ভয়ে
তোমাকে হারাবার, তোমাকে হারাবার
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
অবসন্ন কোনো বিকেলে
ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে
অবসন্ন কোনো বিকেলে
ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টির ছন্দে
একাকীত্বের এই শূন্যতা
কাঁদায় আমাকে যখন তখন
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন
আমার স্মৃতিতে
মনে পড়ে যায় তোমাকে তখন

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists