যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে চাইলে খোদা যখন তখন করতে পারে জারি শমন সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে ♪ মায়ের কোলে জন্ম, সে তো খোদার অসীম দান দমে দমে জীবন চলে, সেও খোদার দান মায়ের কোলে জন্ম, সে তো খোদার অসীম দান দমে দমে জীবন চলে, সেও খোদার দান মাটির দেহ মাটি খাবে সঙ্গে তোমার কী যাবে? এক ইশারায় নিভতে পারে জীবনবাতি রে চাইলে খোদা যখন তখন করতে পারে জারি শমন সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে ♪ পাপ-পুণ্যের বিচার হবে, রাখো তুমি ভেবে কী জবাব তৈরি আছে, প্রশ্ন হলে দেবে পাপ-পুণ্যের বিচার হবে, রাখো তুমি ভেবে কী জবাব তৈরি আছে, প্রশ্ন হলে দেবে সাড়ে তিন হাত বরাদ্দ মানতে হবে এই সত্য মরণের ভয় করো তুমি, খোদার বান্দা রে চাইলে খোদা যখন তখন করতে পারে জারি শমন সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে চাইলে খোদা যখন তখন করতে পারে জারি শমন সে জীবনের শেষ রে ভাই মাটির কবরে যে জীবন নিয়ে গর্ব তোমার যে দেহ নিয়ে গর্ব তোমার সে জীবনের শুরু রে ভাই মায়ের জঠরে