ভুলে গেছি সব সুর, গানের কথা যত হাসি, যত খুশি, যত আকুলতা এই হৃদয়ে ভীষণ ব্যথা এই হৃদয়ে ভীষণ ব্যথা ♪ সীমাহীন আঁধারে হারিয়ে গিয়েছে ভালো লাগা ক্ষণগুলো শুকনো বালুচরে জীবনের ভরা নদী থমকে গিয়ে চর হলো আগুনে পুড়ে গেছে যত কবিতা আগুনে পুড়ে গেছে যত কবিতা এই হৃদয়ে ভীষণ ব্যথা এই হৃদয়ে ভীষণ ব্যথা ♪ অজানার পথ ধরে ফেরারী হয়েছে সুখ যন্ত্রণা জমেছে মনে হৃদয়ে বিষের কাঁটা বিঁধে আছে সারাক্ষণ এর শেষ জানি হবে মরণে চারিদিকে নেমেছে শুধু নীরবতা চারিদিকে নেমেছে শুধু নীরবতা এই হৃদয়ে ভীষণ ব্যথা এই হৃদয়ে ভীষণ ব্যথা ভুলে গেছি সব সুর, গানের কথা যত হাসি, যত খুশি, যত আকুলতা এই হৃদয়ে ভীষণ ব্যথা এই হৃদয়ে ভীষণ ব্যথা