Nachiketa - Bhabnara lyrics
Artist:
Nachiketa
album: Prem Judho
ভাবনারা মাথার ভেতর অবিরত তুলছে ঢেউ (২ বার)
বদলে দেবার ইচ্ছেরা ভাবনা সাগরে দেয় ঢেউ (২ বার)
ভাবছে সকলে, ভাবছে আসলে করছে না কেউ (২ বার)
ভাবনারা মাথার ভেতর অবিরত তুলছে ঢেউ (২ বার)
এই অসময় হয়ে সূর্যদয় আসে নিয়মে বাধ্য রাত্রি (২ বার)
নিয়ম ভাঙ্গার গান শুনতে চান-পাইনি তেমন সহযাত্রি (২ বার)
দুলছে সবায়, ভুলছে সবায়-দোলায় ভোগ সমুদ্রের ঢেউ ৷
ভাবছে সকলে, ভাবছে আসলে করছে না কেউ (২ বার)
ভাবনারা মাথার ভেতর অবিরত তুলছে ঢেউ (২ বার)
কৃষিকরণ নাকি শিল্পায়ন-শিল্পায়দিন যায় নানান বিতন্ডায়,
যারা বাচঁতে চায় তারা অসহায়- কেউ হোন না তাদের সহায় (২ বার)
কোন তর্ক নয় কোন তত্ব নয়,
আসুক নতুন জীবনের ঢেউ ৷
ভাবছে সকলে, ভাবছে আসলে করছে না কেউ (২ বার)
ভাবনারা মাথার ভেতর অবিরত তুলছে ঢেউ (২ বার)
বদলে দেবার ইচ্ছেরা ভাবনা সাগরে দেয় ঢেউ (২ বার)
ভাবছে সকলে, ভাবছে আসলে করছে না কেউ (৪ বার)
Поcмотреть все песни артиста
Other albums by the artist