সেই আবছায়া রাতে আমি মায়ের দু হাতে আমার দুচোখ জুড়ে ঘুম মায়ের অস্ফুট গানে বেচি সেই গানই আমি টাকা ঘুমের চেয়েও দামী আজ সেই গানই পসারিণী হয় রুটির সন্ধানে হাজার দুঃখ যন্ত্রণাকে বুকের পিঞ্জিরা রাখতে শিখিয়েছে এ জীবন চোখের জল ছাড়া অথচ সেই সেদিন গুলােয় মায়ের এক কথায় ঝরতাে বিনা কারণে দুচোখ শ্রাবণও ধারায় না কাদিনা আজ আমি টাকা ব্যথার চেয়েও দামী আজ সব ব্যথাই ফ্যাকাশে দেখায় আপােষ সন্ধানে জীবন যখন প্রশ্ন শেখায় সাপদের মত হিসেব খাতায় উত্তর নয় জমা হয় ক্ষত নীল নীল আকাশে আক্ষর কাটে তারারা যত স্মৃতির আদলে মুখ হয়ে যায় মানুষ কত না দেখিনা আজ আমি টাকা মুখের চেয়েও দামী আজ মুখােশই আমার মুখ হয়ে যায় সুযােগ সন্ধানে