Sanjeeb Chaudhury - Joler Dame lyrics
Artist:
Sanjeeb Chaudhury
album: Hridoypur
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
এখন এমন কেউ নেই যে আমার
আঁধার এলে খুলে দেবে দুয়ার
এমন কেউ নেই যে আমার
আঁধার এলে খুলে দেবে দুয়ার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
যে ঘরের দরজাটা খুব চেনাচেনা ছিল এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল
যে ঘরের দরজাটা খুব চেনাচেনা ছিল এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল
চেয়ে দেখি শুধু এমন আঁধার
পড়ে আছে ধুলোয় মৃত গোলাপ
চেয়ে দেখি শুধু এমন আঁধার
পড়ে আছে ধুলোয় মৃত গোলাপ
সময়ের পর্দাটা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি, তবে কেন উড়ে উড়ে যায়?
সময়ের পর্দাটা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি, তবে কেন উড়ে উড়ে যায়?
হাহাকারে আজ ভীষণ খরায়
তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
হাহাকারে আজ ভীষণ খরায়
তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
Поcмотреть все песни артиста
Other albums by the artist