Kishore Kumar Hits

Shayan - Du Hajar Ekushe Ekusher Kobita lyrics

Artist: Shayan

album: Amra Shobai Jege Achi Bangladeher Pashey


দু'হাজার একুশে একুশের কবিতা
শহীদ মিনার যেমন ছিল তেমনি যাবে রয়ে
শহীদ মিনার যেমন ছিল তেমনি যাবে রয়ে
তোমার আমার একুশ যাচ্ছে খুব নিরবে ক্ষয়ে
তুমি আমি তাইতো এখন বলছি না আর কথা
শহীদ মিনার পালন করে শোকের নীরবতা
আমার ভাইয়ের রক্তে রাঙা একুশ ফেব্রুয়ারি
গান-বাজনা ফুলের তোড়া মানুষ সারি সারি
প্রতিবাদের ভাষা গুলো ঠিক করে দেয় তারা
তোমার আমার ভাবনাগুলো হত্যা করে যারা
একুশে তো মুক্তো ভাষায় মুক্ত প্রাণের সাড়া
আসছে কত নতুন নতুন আইন কানুনের ধারা
ওরা তোমার প্রাণের কথা কাইড়া নিল সবি
বিক্রি হল কলম তোমার বিক্রি হলে কবি
তোমার আমার একুশ তারা নিয়ে গেল কেড়ে
মুখ খুললেই অস্ত্রহাতে আসছে তারা তেড়ে
তুমি আমি পারছি কি আজ ঠেকিয়ে দিতে তারে
একুশ তোমায় তাইতো হবে আসতে বারে বারে
শত্রুর মুখ পালটে গেছে শত্রু তবু আছে
শত্রু এখন দূরের তো নয় শত্রু খুবি কাছে
শত্রুর মুখ পালটে গেছে শত্রু তবু আছে
শত্রু এখন দূরের তো নয় শত্রু এখন কাছে
আসুক একুশ সকল বন্দী প্রানের ঘরে ঘরে
ভয়ের যত শিকল যেন প্রানের থেকে সরে
আসুক একুশ সকল বন্দী প্রানের ঘরে ঘরে
ভয়ের যত শিকল যেন প্রানের থেকে সরে
এই বাংলার সকল বন্দী প্রানের কাছে আশা
মুক্ত কর তুমি তোমার প্রতিবাদের ভাষা
এই বাংলার সকল বন্দী প্রানের কাছে আশা
মুক্ত কর তুমি তোমার প্রতিবাদের ভাষা
একুশ তোমার রক্তে আছে ভুল না সেই কথা
একুশ তোমার রক্তে আছে ভুল না সেই সত্য
শোষককে ফের স্মরণ করাও সে যে তোমার ভৃত্য
এই বাংলার সকল বন্দী প্রানের কাছে আশা
মুক্ত কর তুমি তোমার প্রতিবাদের ভাষা
একুশ তোমার রক্তে আছে ভুল না সেই সত্য
শোষককে ফের স্মরণ করাও সে যে তোমার ভৃত্য
শোষককে ফের স্মরণ করাও সে যে তোমার ভৃত্য

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists