Kishore Kumar Hits

Shayan - Jabo Ebar Jabo lyrics

Artist: Shayan

album: Tajjob Bone Jai


যাবো এবার যাবো আমি ঘরে ফিরে যাবো
আমি মায়ের কোলে গিয়ে এবার ক্ষমা চাবো
ভুল করেছে মা তোমার ভীষণ বোকা ছেলে
তোমার দেয়া সুখ খুঁজেছে আর কারো আঁচলে
আমি মায়ের কাছে ক'বো... আমি তারই সাথে র'বো
যা খুশি দাও কঠিন সাজা মাথা পেতে ল'বো
শুনছো তুমি মা'গো... আমি নষ্ট তোমার ছেলে
আচ্ছা করে বকে আবার নাও না কোলে তুলে
ভুল করেছি মা... আমায় দেবে কি ক্ষমা?
তোমার ধুলায় আমার জীবন লুটিয়ে দেবো মা
আমি মায়ের কাছে যাবো...
তাকে জড়িয়ে ধরে র'বো
তার শেখানো ছোট্টবেলার গান তাকে শোনাবো
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
উঁচু উঁচু...
উঁচু উঁচু স্বপ্ন মরীচিকার পিছে ঘুরে
চলে এলাম তোমায় ছেড়ে দূরে অনেক দূরে
ঝলমলে, ঝল্ মলে সেই ভুল খেয়েছে জীবন কুরে কুরে
মা'গো আমি বলছি তোমায় জবাবদিহির সুরে
ঝক্ ঝকে আর তক্ তকে এই জাঁকজমকের দেশে
থাক্ তোরা থাক্ স্বপ্নগুলো তুমুল ভালোবেসে
স্বপ্ন তোদের সত্যি হবে হঠাৎ রাতারাতি
জ্বলবে তোদের জীবন জুড়ে হাজার টাকার বাতি
আমার মায়ের উঠোন জুড়ে চাঁদের আলো খেলা করে
সেই জোছনায় ঝিঁঝিঁর ডাকে জোনাকিরা আসর করে
আমি সেই আসরে যাবো সারা রাত্রি জেগে র'বো
ভোরের বেলার পাখী হয়ে সূর্যকে শোনাবো
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
আকাশ ছোঁয়া...
আকাশ ছোঁয়া স্বপ্নগুলো এই আকাশেই থাক
বুকের ভিতর শুনছি আমার সেই আকাশের ডাক
ডাকছে আমায়...
ডাকছে আমায় রবীন্দ্রনাথ সেই আকাশটা জুড়ে
থাকলে কারো বুকের পাটা রাখ্ না আমায় ধরে
চাই না আমার জীবন সোনায় মোড়া আগাগোড়া
ঝল্ সে যাওয়া সুখের চাদর জড়িয়ে ঘুমোস্ তোরা
বলবো না তো কোনদিনও আসিস্ আমার ঘরে
আমার মায়ের উঠোন শেষে নোংরা হবে পরে
ধুলো মেখে সারা গায়ে খেলা করে মেঘ পথের ধারে
সূর্য উঠে বক্ লে পরে দামাল মেঘের দল ফেরে ঘরে
আমি ছোট্ট প্রজাপতি হয়ে ফুলের প'রে র'বো
যাবার বেলা দুষ্টু মেঘের কানে কানে ক'বো
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists