(শাকা লাকা বুম বুম বুম) (ঝিকি ঝিকি লা লা) (তুমি আমি আমি তুমি) (স্মৃতি প্রেম জ্বালা...) চলো যাই চলো যাই চলো যাই বাজারে এসেছে নতুন গান হবে কত মজারে চলো যাই চলো যাই চলো যাই বাজারে এসেছে নতুন গান হবে কত মজারে সে গানের কথায় সুরে সে গানের ছন্দে নাচিবো হেলে দুলে নাচিবো আনন্দে নাচিবো শিরায় শিরায় নাচিবে ধমনী নাচিয়ে ছাড়বে তোমায় সে গান রে ভাই এমনি (এমনি) শাকা লাকা বুম বুম বুম ঝিকি ঝিকি লা লা শাকা লাকা বুম বুম বুম ঝিকি ঝিকি লা লা তুমি আমি আমি তুমি স্মৃতি প্রেম জ্বালা তুমি আমি আমি তুমি স্মৃতি প্রেম জ্বালা যাহা খুশি কথা দিয়া গাঁথো গানের মালা রে মালা যদি মেলাতে চাও আনো তোমার খালা রে যাহা খুশি কথা দিয়া গাঁথো গানের মালা রে মালা যদি মেলাতে চাও আনো তোমার খালা রে জ্বালা জ্বালা জ্বালা রে জ্বালা জ্বালা জ্বালা রে জ্বালা জ্বালা জ্বালা রে জ্বালা জ্বালা জ্বালা রে আন্দামানে পালা রে আন্দামানে পালা রে শাকা লাকা বুম বুম বুম ঝিকি ঝিকি লা লা তুমি আমি আমি তুমি স্মৃতি প্রেম জ্বালা বাঁচবো না তুমি ছাড়া তাই নিয়ে বাঁধবো গান তুমি আমার মোনালিসা তুমি আমার জানের জান আমি আছি অপেক্ষাতে দরোজায় বসিয়া বসন্ত মিছি মিছি চলে গেল আসিয়া কেন তুমি চলে গেলে... কেন মোরে ব্যথা দিলে অথবা কতদিনের পরে তুমি ফিরে এলে কেন মোর রাত কাটে না... তুমি ছাড়া ভাল্লাগেনা ফুল পাখি লতা পাতা আকাশে আজ চাঁদ জাগে না আমি যে হারাতে চাই তোমার চোখের দৃষ্টিতে চলোনা দু'জন মিলে ভিজবো এখন বৃষ্টিতে কেন হলে অন্য কারো... এ ব্যথা আজ রাখি কই আমি যেন আর জনমে শুধু একা তোমার হই জ্বালা জ্বালা জ্বালা রে জ্বালা জ্বালা জ্বালা রে আন্দামানে পালা রে আন্দামানে পালা রে শাকা লাকা বুম বুম বুম ঝিকি ঝিকি লা লা তুমি আমি আমি তুমি স্মৃতি প্রেম জ্বালা ভরো কিছু নতুন কথা A B C D তিনশ তিন ভালোবাসার মূল্য কত... তাধিনা নাধিনা তিনাক তিন অথবা ভাব গম্ভীর... জীবনের অন্য পার বসে আছি বন্ধ ঘরে... নীরবতা অন্ধকার দেশপ্রেমও আনতে পারো... স্বাধীনতার চেতনা মিছে মিছে রক্ত দিয়ে পেলাম শুধু বেদনা পাশবিক এই সময়ে জিঘাংসা সভ্যতায় মহাকাল বিদ্রোহী আজ তাই সামাজিক অবক্ষয় এ সবের মানে'টা কি সে প্রশ্ন ভাই আনছি না মানে থাকা জরুরী ভাই আমি সেটা মানছি না এ সবের মানে'টা কি সে প্রশ্ন ভাই আনছি না মানে থাকা জরুরী ভাই আমি সেটা মানছি না যাহা খুশী লিখতে পারো যাহা খুশী লাগাও সুর ছুঁয়ে যায় হৃদয় আমার চোখে নামে আটাত্তর যাহা খুশী লিখতে পারো যাহা খুশী লাগাও সুর ছুঁয়ে যায় হৃদয় আমার চোখে নামে আটাত্তর জ্বালা জ্বালা জ্বালা রে জ্বালা জ্বালা জ্বালা রে আন্দামানে পালা রে আন্দামানে পালা রে আন্দামানে পালা রে আন্দামানে পালা রে শাকা লাকা বুম বুম বুম ঝিকি ঝিকি লা লা তুমি আমি আমি তুমি স্মৃতি প্রেম জ্বালা