আমার কৈশরে ভেবে তোমাকে বন্ধু পথচলার,
হে মামা,
তুমি তো দিয়েছিলে প্রথম জীবনে দুঃখ বুকে আমার,
হে মামা,
তিক্ত অনুভুতি অনেক বেদনায় স্বপ্ন ভেংগে গেল,
হে মামা,
শুন্য পৃথিবী তে নিজেকে অসহায় নিঃস্ব মনে হল,
আমি শুন্য হাতে শুধু ঘুরেছি পিছে পিছে পাইনি বাবার আদর,
আমি স্বপ্ন ভরা চোখে ছুটেছি যন্ত্রনায়, পাইনি মায়ের আদর।
তবু তো তোমার নাম কোথাও ভাংগাইনি রে মামা।
আমি তো নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি রে মামা।
তবু তো তোমার নাম কোথাও ভাংগাইনি রে মামা।
তবু তো তোমার নাম কোথাও ভা ং গা ই নি রে মা মা।
তোমার যাদুকরী কথার ছলনাকে সত্য ভেবে নিয়ে,
হে মামা,
অবাক প্রশ্রয়ে কিশোর দিন গুলো নষ্ট করে দিয়ে,
হে মামা,
স্নেহের অধিকারে তোমার অভিনয় মিথ্যে ভালবাসার,
হে মামা,
নিজের প্রয়োজনে তোমার আনাগোনা হয় নি বোঝা আমার।
আমি ক্ষুব্ধ মন নিয়ে যুদ্ধ করেছি তবু হইনি ব্যাথায় কাতর,
আমি শুন্যতার মাঝে পথে চলি একা, সরিয়ে বাধার পাথর।
তবু তো তোমার নাম কোথাও ভাংগাইনি রে মামা।
আমি তো নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি রে মামা।
তবু তো তোমার নাম কোথাও ভাংগাইনি রে মামা।
তবু তো তোমার নাম কোথাও ভা ং গা ই নি রে মা মা।
তাই তাই তাই তাই, মামা বাড়ী যাই যাই,
মামি দিল দুধ ভাত পেট ভরে খাই খাই,
মামা এল লাঠি হাতে, পালাই পালাই।
নাই নাই নাই নাই, সেদিন আর নাই নাই,
মামা মামি সব আছে, দুধ ভাত নাই নাই
মামা এল লাঠি হাতে, পালাই পালাই।
Поcмотреть все песни артиста
Other albums by the artist