Kishore Kumar Hits

Feedback - Palki lyrics

Artist: Feedback

album: Mela


সেদিন ছিল Feedback এর শীতকালীন মহড়া
তারিখ ২৮শে ডিসেম্বর, ১৯৮৭
এক হিমেল সন্ধ্যা
হঠাৎ একটি খবর চমকে দিল আমাদের
"হ্যাপি নেই!"
থেমে গেল মহড়ার উচ্ছ্বাস
শিল্পীর মৃত্যু নেই, আমাদের বিশ্বাস হ্যাপি আখন্দের মৃত্যু নেই
তাঁর এই চলে যাওয়া মৃত্যুযাত্রা নয়
অন্য সুরের ভুবনে বরবেশে এ যেন হ্যাপির পালকি চড়ে মহাপ্রস্থান
কানে এখনো বাজে তাঁর সেই সে যাওয়ার সুর
তাঁকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি
তাঁকে বলে দাও সেই মনিহার আজও খুলিনি (আহা, হা)
তাঁকে বলে দাও তাঁরই কারণে এত যন্ত্রণা
তাঁকে বলে দাও তাঁরই বিরহে এত বেদনা (আহা, হা)
সেই দেখা যে শেষ দেখা ছিল বুঝতে পারিনি (পারিনি)
সেই প্রভাতে ঐ দিগন্তে সূর্য ওঠেনি (ওঠেনি)
এঁকেবেঁকে পাহাড় জুড়ে ঝরনা ছোটেনি (ছোটেনি)
নদী হয়ে অশ্রু আমার সাগরে মেশেনি (মেশেনি)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায়, হ্যাপি যায় বহুদূরে (হু হুমনা)
তাঁকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি
তাঁকে বলে দাও সেই মনিহার আজও খুলিনি (আহা, হা)
তাঁকে বলে দাও তাঁরই কারণে এত যন্ত্রণা
তাঁকে বলে দাও তাঁরই বিরহে এত বেদনা (আহা, হা)
তাঁর কথা যে ছড়িয়ে আছে বোবা বাতাসে (বাতাসে)
তাঁর স্মৃতি যে সোনালি পাখি সুরের আকাশে (আকাশে)
সব যাওয়া কি শেষ যাওয়া হয়, ফিরে সে আসে (ফিরে আসে)
প্রাণ ছুঁয়ে সে প্রাণ ছুঁয়ে যে রয়েছে মিশে (রয়েছে মিশে)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায় পালকিটায় শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায়, হ্যাপি যায় বহুদূরে
তাঁকে বলে দাও আমি সেদিনের কথা ভুলিনি
তাঁকে বলে দাও সেই মনিহার আজও খুলিনি (আহা, হা)
সে যে যায়, হ্যাপি যায়, শুনি হু হুমনা (হু হুমনা)
সে যে যায়, হ্যাপি যায়, শুনি হু হুমনা (হু হুমনা)
হু হুমনা, হু হুমনা
হু হুমনা, হু হুমনা
হু হুমনা, হু হুমনা
হু হুমনা, হু হুমনা
হু হুমনা, হু হুমনা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists