Different Touch - Ekaki Aaj lyrics
Artist:
Different Touch
album: Sraboner Megh
একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না?
সময় শুধু বয়ে চলে, সে তো থেমে থাকে না
ভেবেছিলাম নীল আকাশে ভাসাবো সুরের খেয়া
ভেবেছিলাম নীল আকাশে ভাসাবো সুরের খেয়া
একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না?
সময় শুধু বয়ে চলে, সে তো থেমে থাকে না
♪
একটি রজনীগন্ধা কেবল এঁকেছে তোমার ছবি
ভেজাবে মন তোমার খোঁপায়, দেখবে আকাশ রবি
একটি রজনীগন্ধা কেবল এঁকেছে তোমার ছবি
ভেজাবে মন তোমার খোঁপায়, দেখবে আকাশ রবি
দীঘল জলে ফোটা কমলও কি নয় প্রেরণা?
একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না?
♪
ছোট্ট রঙ্গিন প্রজাপতি, সেও তো অনেক সুখী
দেখো যুগল উড়ে কেমন বসেছে মুখোমুখি
ছোট্ট রঙ্গিন প্রজাপতি, সেও তো অনেক সুখী
দেখো যুগল উড়ে কেমন বসেছে মুখোমুখি
এমন অনেক মলয় প্লাবনও কি কভু ডাকে না?
একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না?
ভেবেছিলাম নীল আকাশে ভাসাবো সুরের খেয়া
ভেবেছিলাম নীল আকাশে ভাসাবো সুরের খেয়া
একাকী আজ বসে আছি, তুমি কেন এলে না?
সময় শুধুই বয়ে চলে, সে তো থেমে থাকে না
Поcмотреть все песни артиста
Other albums by the artist