Winning - Adhare lyrics
Artist:
Winning
album: Winning
আঁধারে তুমি
পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ
আঁধারে তুমি
পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ
চোখে উষ্ণতা তোমার
আবেশ জাগায়
অধরে কমলতা যেন
মনকে রাঙায়
জীবন জাগানো আলো
দিয়েছো তুমি
আঁধারে তুমি
পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ
আমি চাতক তুমি তাই
বৃষ্টি ধারা
আমি মরু পথিক
তুমি ঝর্ণা ধারা
আমার জীবনে তুমি প্রথম কবিতা
আঁধারে তুমি
পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ
আঁধারে তুমি
পূর্ণিমা চাঁদ
হৃদয়ে আমার সাধনার গোলাপ
Поcмотреть все песни артиста
Other albums by the artist