Asif - Firbona Aj Bari lyrics
Artist:
Asif
album: Firbona Aj Bari
জ্যোৎস্নামাখা চাঁদের আলো
মনটা তোমার ভীষণ ভালো
চলছে কথার গাড়ি
হাওয়ায় চড়ে বৃষ্টি এল
মনে মনে রং ছড়াল
ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
♪
জলতরঙ্গে শব্দ নাচে, মেঘ তুলেছে সুর
মন-নদীতে ঢেউ উঠেছে, স্বপ্ন বহুদূর
জলতরঙ্গে শব্দ নাচে, মেঘ তুলেছে সুর
মন-নদীতে ঢেউ উঠেছে, স্বপ্ন বহুদূর
নিদ্রাগুলো দিলাম ছুটি
ঘুমের সাথে আড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
♪
আপন সুখে পাতা ঝরে, উড়ছে শঙ্খচিল
আমার চোখে খেলা করে তোমার চোখের নীল
আপন সুখে পাতা ঝরে, উড়ছে শঙ্খচিল
আমার চোখে খেলা করে তোমার চোখের নীল
শিশির জলে মন ভেজাতে
রাত্রি দেবো পাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
জ্যোৎস্নামাখা চাঁদের আলো
মনটা তোমার ভীষণ ভালো
চলছে কথার গাড়ি
হাওয়ায় চড়ে বৃষ্টি এল
মনে মনে রং ছড়াল
ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
চলছে কথার গাড়ি, চলছে কথার গাড়ি
ফিরব না আজ বাড়ি, ফিরব না আজ বাড়ি
Поcмотреть все песни артиста
Other albums by the artist