বৈশাখি ঝড় হয়ে ভেঙোনা এ মন প্রিয়তমা তোমার জন্য আজো এই বুকে ভালবাসা জমা যেটুকু ছিল ভুল হয়তবা সবটুকু আমার তোমারই তো ছিল শুধু সে ভুল ভাঙার অধিকার অভিমান বড় করে কেন দুরে দুরে থাক তুমি ফিরে এস তুমি ফিরে এস তুমি ফিরে এস তুমি ছিলে প্রণয়ের তীর্থ আমার বারমাস মনে ছিল সুখের জোয়ার কষ্ট কাকে বলে বুঝিনি তখন পুর্ণতা পেয়েছিল আমার এ জীবন তুমিহীনা সারাবেলা যন্ত্রণা হৃদয়ে আমার তুমি ছাড়া এ আমার ছিলনাতো কেউ আজ তুমি নেই বুকে বেদনার ঢেউ বিষণ্যতায় কাটে প্রতিটি প্রহর কষ্ট জোয়ারে ভাসে এই অন্তর সীমাহীন শুণ্যতা একাকি এ জীবনে আমার