Kishore Kumar Hits

Asif - Aj Tomar Mone Boiche lyrics

Artist: Asif

album: Sudhu Tomari Karone


আজ তোমার মনে বুঝি সুখেরই ফাগুন
আর আমার মনে জ্বলছে কষ্টেরই আগুন
আজ তোমার জীবন ছুয়েছে বষন্তের প্লাবন
আর নি:শ্ব এই আকাশে শুধু স্বপ্নের ভাঙন
কোথায় গেলে ভেঙে দিয়ে আমার সব আশা
অজানার ভিরে হারালো ভালবাসা
তুমিতো আছ সুখের স্রোতে
আর আমার সময় কাটে কেঁদে কেঁদে
শিশিরে ভেজা শিউলি ফুল
তোমাকে দিয়ে করেছি যে ভুল
প্রতিদানে হারালাম সব কুল
কোথায় গেলে ভেঙে দিয়ে আমার সব আশা
অজানার ভিরে হারালো ভালবাসা
বুঝিনি আকাশে মেঘ জমবে
হৃদয় কার্ণিশে বৃষ্টি ঝড়বে
বুঝিনি সে মায়াবি চোঁখে
লুকিয়ে ছিল শুধু ছলনা
তাইতো ভাঙল প্রজাপতির ডানা
কোথায় গেলে ভেঙে দিয়ে আমার সব আশা
অজানার ভিরে হারালো ভালবাসা

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists