হারিয়ে গেছে সেই সোনালী দিনগুলো জানি তা ফিরে পাব না মন জুরে ছিল আলো জ্যোৎস্না মাখা চোখেতে স্বপ্ন বোনা হঠাৎ ঝড়ে যেন মুছে গেল হায় মাঝের অনেকটা সময় বিরহী রুপ যেন সর্বগ্রাসী হয়ে সুখ শুধু কেড়ে নেয় কেড়ে নেয় প্রেম কেন জ্বালা দেয় হাত বাড়ালেই কখনো কি চাঁদটাকে ছোয়া যায় স্বপ্ন সেতো স্বপ্ন তাকে কি জেগে পাওয়া যায় মন থেকে মনে ঘুরছ আজো তুমি সুখেরই অন্যেশনে আমার চাওয়াতে কি ছিল কোন ভেবেছ কি আনমনে সুখ যদি হয় মরিচিকা সেকি কভু ধরা দেয় সৈকতে কভু বাধলে বাসা সেতো ঢেউ এসে কেড়ে নেয় চলে গেছ তুমি আজ বহুদুরে অচেনা সুখের আশায় তোমার রেখে যাওয়া সব স্মৃথিগুলো আমাকে আজো কাঁদায়