Asif - Ochol Poysha lyrics
Artist:
Asif
album: Oporadhi
শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ অপরাধী
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
আর যাই হোক বলো
পাথরের বুকে আর
ফোটে কি ফুল
বোঝেনি অবুঝ মন
কি যে ভালোমন্দ
কিভাবে দেবো সেই
ভুলেরি মাশুল
ও ও ও আর যাই হোক বলো
পাথরের বুকে আর
ফোটে কি ফুল
বোঝেনি অবুঝ মন
কি যে ভালোমন্দ
কিভাবে দেবো সেই
ভুলেরি মাশুল
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
ভুল করে একবারও
ভালোবেসে চাইনি
কোনো প্রতিদান
বুঝিনি আমি হায়
কার ভুলে শুধু
দুজনের মাঝে আজ
এতো ব্যবধান
ও ও ও ভুল করে একবারও
ভালোবেসে চাইনি
কোনো প্রতিদান
বুঝিনি আমি হায়
কার ভুলে শুধু
দুজনের মাঝে আজ
এতো ব্যবধান
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
বন্ধু সুজন তুমি
থেকো সুখে
তোমার কি যায় আসে
আমারি দুখে
অচল পয়সা ভেবে
আমার জীবনটাকে
ছুঁড়ে ফেলে দিলে হাসিমুখে
হৃদয়ের দাম দিয়ে
চেয়েছি তোমায় তবু
করলে আঘাত কেনো বুকে
(প্রহেলিকা)
Поcмотреть все песни артиста
Other albums by the artist