Asif - Ajker Sondhay lyrics
Artist:
Asif
album: Milon
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি
ঝির ঝির বাতাসে, নীল নীল আকাশে
আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি
আজকের সন্ধ্যায়
♪
প্রণয়ের নীল আকাশে দু'টি তারা জ্বলছে
ভালোবাসি, কানে কানে এ কথাই বলছে
সুখ সুখ অন্তরে, রয়েছো মন জুড়ে
জীবন-জোয়ারে তাই ভেসে চলেছি
প্রণয়ের নীল আকাশে দু'টি তারা জ্বলছে
ভালোবাসি, কানে কানে এ কথাই বলছে
সুখ সুখ অন্তরে, রয়েছো মন জুড়ে
জীবন-জোয়ারে তাই ভেসে চলেছি
ঝির ঝির বাতাসে, নীল নীল আকাশে
আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি
♪
হৃদয়ের ক্যানভাসে তুমি এক ছবি
রংধনু সাত রঙে সাজিয়েছি পৃথিবী
যুগ যুগ ধরে থেকো এই অন্তরে
আমি শুধু তোমারই হয়ে আছি
হৃদয়ের ক্যানভাসে তুমি এক ছবি
রংধনু সাত রঙে সাজিয়েছি পৃথিবী
যুগ যুগ ধরে থেকো এই অন্তরে
আমি শুধু তোমারই হয়ে আছি
ঝির ঝির বাতাসে, নীল নীল আকাশে
আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি
ঝিরঝির বাতাসে, নীল নীল আকাশে
আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি
আজকের সন্ধ্যায়
Поcмотреть все песни артиста
Other albums by the artist