Asif - Tumio Kadbe Ekdin lyrics
Artist:
Asif
album: Tumio Kadbe Ekdin
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
অভিমানী ঝড় এলো অবশেষে আমার এ জীবনে
এলোমেলো হলো সব তোমারই কারণে
অভিমানী ঝড় এলো অবশেষে আমার এ জীবনে
এলোমেলো হলো সব তোমারই কারণে
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
আহত পাখির মতো হয়ে গেছি আজ বড় একা
দ্বিধা ছিল কি তোমার, দিলে না তো দেখা
আহত পাখির মতো হয়ে গেছি আজ বড় একা
দ্বিধা ছিল কি তোমার, দিলে না তো দেখা
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
কাঁদালে কাঁদতে হয়, সবারই জীবনে
পোড়ালে পুড়তে হয়, ভুলেরই আগুনে
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
তুমিও কাঁদবে জেনে রেখো একদিন
তুমিও পুড়বে জেনে রেখো একদিন
Поcмотреть все песни артиста
Other albums by the artist