একা বসে কি ভাবছো আমার কথা? ভুলিনি আজও তোমার দেয়া সেই ব্যাথা। চেনা পথ অচেনে, জানা সুর অজানা খুঁজে ফিরি তার ঠিকান। মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে। সময় যদি থেমে যেত হয়ত হত সব ভালো, থাকতো না কোনো নীরবতা মুছে যেত আঁধার কালো। আমি সেই তোমারই আছি হৃদয়ের কাছাকাছি চোখ মেলে দেখোনা। থাকি যত দূরে তোমাকে ছেড়ে যাবো না ভুলে যাবো না। মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে। মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে। হাওয়া যদি বলে যেত আছো তুমি কোথায় একাকি বসে কোনো নিরালায় এখনো কি ভাবো আমায়? আমি সেই হাওয়াতে মিশে আছি তোমারই পাশে অনুভবে খোঁজোনা। পাবে সেই গানে পাবে সেই সুরে, শেষ রাতের জোছনায়। মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে। মন কাঁদে, মন কাঁদে কিছু স্বপ্ন কেনো বাঁধে।