Hemant Kumar - Keno Amay Pagol Kore Jas lyrics
Artist:
Hemant Kumar
album: Shotoborshe Shatogaan Vol. 7
কেন আমায় পাগল করে যাস
ওরে চলে যাওয়ার দল
কেন আমায় পাগল করে যাস
আকাশে বয় বাতাস উদাস
পরান টলোমল
ওরে চলে যাওয়ার দল
কেন আমায় পাগল করে যাস
প্রভাততারা দিশাহারা
শরতমেঘের ক্ষণিক ধারা
প্রভাততারা দিশাহারা
শরতমেঘের ক্ষণিক ধারা
সভা ভাঙার শেষ বীণাতে তাল লাগে চঞ্চল
ওরে চলে যাওয়ার দল
কেন আমায় পাগল করে যাস
নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা
গোধুলি সে রক্ত আলোয় জ্বালে আপন চিতা
নাগকেশরের ঝরা কেশর ধুলার সাথে মিতা
গোধুলি সে রক্ত আলোয় জ্বালে আপন চিতা
শীতের হাওয়ায় ঝরায় পাতা
আমলকী বন মরণ মাতা
শীতের হাওয়ায় ঝরায় পাতা
আমলকী বন মরণ মাতা
বিদায়বাঁশির সুরে বিধুর সাঁজের দিগঞ্চল
ওরে চলে যাওয়ার দল
কেন আমায় পাগল করে যাস
Поcмотреть все песни артиста
Other albums by the artist