Kishore Kumar Hits

Lakkhichhara - Kemon Achho Sahar lyrics

Artist: Lakkhichhara

album: Kemon Achho Sahar


ভাঙাচোরা সব পুরনো বাড়ি
তার-ই পাশে flat সব সারিসারি
ভালো-মন্দ চলছে আড়াআড়ি
কখনো ধীরে, কখনো তাড়াতাড়ি

ভাঙাচোরা সব পুরনো বাড়ি
তার-ই পাশে flat সব সারিসারি
ভালো-মন্দ চলছে আড়াআড়ি
কখনো ধীরে, কখনো তাড়াতাড়ি
কাদাজলে কেউ ডুবিয়েছে পা
কারোর মনে মনে ইতস্ততা
শুকনো কাপড় আর হৃদয় ভেজা
Rainy day হরতাল আজ ভীষণ মজা
কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক
কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক

ফাঁকা কোথাও, নয়তো খুব জমজমাট
নতুন-পুরোনো সব দোকানপাট
গোধূলি রঙে বিকেল মাঠ
Velvet সবুজে সাজানো park
শেওলাঘেরা ওই ভাঙা দালান
জানলা দিয়ে দেখা ওই ছোট্ট বাগান
মৃত-সুগন্ধের হয় অবসান
নির্বাক ভালোবাসা আর অভিমান
কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক
কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক
স্বপ্ন থাক
স্বপ্ন থাক
স্বপ্ন থাক

কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক
কেমন আছো শহর?
কোথায় গেলো তোমার রাজপোশাক?
ভালো থেকো শহর
তোমার বুকেই আমার স্বপ্ন থাক
স্বপ্ন থাক
স্বপ্ন থাক
স্বপ্ন থাক

ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো
ঝড়ের রাতেও পাশে থেকো, পাশে থেকো
ঘুমের রাতেও জেগে থেকো, জেগে থেকো
ভালো থেকো

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists