আজকে বিদায় তোমাদের যারা এখন ক্লান্ত হয়ে করছো বৃথা দিন যাপন জানি কি পাবো আমি আর জানি কি হারাবো আবার সোজা কথারও বাঁকা মানে হতে পারে সোজাসুজি তাই কেউ আমাকে বুঝলো না রে প্রাণ খুলে কে মনের কথা বলতে পারে কি যে বাধা তা তো আমি জানি না রে শুধু জানি কিছু রয় না এ জীবন শেষে নদী বয়ে যায় কেঁদে-হেসে, ভালোবেসে মন আমার এই হাওয়াতেই ভেসে ভেসে বলে তাই ভালো আছি এই নিরুদ্দেশে নিরুদ্দেশে ♪ ছুটছে সবাই অন্য মনে অন্য দিকে হারবে কেউ আজ, কেউবা হয়তো যাবে জিতে আমি যাবো না ও পথে শুধু তুমি থাকলে সাথে কোন আকাশে আর কত নীল হলে কষ্ট আমার যাবে আটকে সব ভুলিয়ে চলে যাবো আমরা কাউকে না জানিয়ে জানি না তো কি পেয়েছো সব হারিয়ে শুধু জানি কিছু রয় না এ জীবন শেষে নদী বয়ে যায় কেঁদে-হেসে, ভালোবেসে মন আমার এই হাওয়াতেই ভেসে ভেসে বলে তাই ভালো আছি এই নিরুদ্দেশে নিরুদ্দেশে, নিরুদ্দেশে ♪ শুধু জানি কিছু রয় না এ জীবন শেষে নদী বয়ে যায় কেঁদে-হেসে, ভালোবেসে মন আমার এই হাওয়াতেই ভেসে ভেসে বলে তাই ভালো আছি এই নিরুদ্দেশে শুধু জানি কিছু রয় না এ জীবন শেষে নদী বয়ে যায় কেঁদে-হেসে, ভালোবেসে মন আমার এই হাওয়াতেই ভেসে ভেসে বলে তাই ভালো আছি এই নিরুদ্দেশে নিরুদ্দেশে, নিরুদ্দেশে