একা একা হয়তো গোপনে চুপিসারে বড়ই আনমনে শূন্য হাতে ভারী অন্ধকার চারিধারে ঝাপসা মুখ কত চেনা, কিছু অচেনা হয়তো একই কথা বলে বারংবার বুঝি না যে তার মানে রাত জানে, রাত জানে কোথায়, কবে, কোনখানে কেন মিশে যাচ্ছে বর্তমান নেমে আসে সময়ের সোপান সবকিছু লাগছে বেমানান ডেকে ওঠে রাতজাগা পাখি কমে আসে জীবনের গতি এ দু'হাতে মুখ ঢেকে রাখি আমারই দিকে চেয়ে এ আকাশে উঠেছে চাঁদ বন্যা আলোর ভেঙেছে বাঁধ চলে যাই মাঝরাত্তিরে শান্ত নদীর তীরে হাজার বছর আগের স্মৃতি আসে ফিরে ♪ আমারই দিকে চেয়ে এ আকাশে উঠেছে চাঁদ বন্যা আলোর ভেঙেছে বাঁধ চলে যাই মাঝরাত্তিরে শান্ত নদীর তীরে হাজার বছর আগের স্মৃতি আসে ফিরে চলে যাই মাঝরাত্তিরে শান্ত নদীর তীরে হাজার বছর আগের স্মৃতি আসে ফিরে