না ভেবে না জেনে মিথ্যে সব দিন গুনে চোখ বুজে (চোখ বুজে) সব খুঁজে (সব খুঁজে) হাত রাখি আগুনে তাই স্বপ্ন সব গেলো জ্বলে উড়ে গেলো দু'চোখের জলে না সইবো না এ যন্ত্রণা না রে না আর কাছে যাব না কে কী বলে গেলো আমায় ভাবছি না আর শুনছি না করবো আমি মন যা বলে আর কিছু তো চাইছি না ♪ এদিনের শেষে তাই হেঁট মাথা হয়ে যাই এরই নাম (এরই নাম) বোধহয় জীবন (বোধহয় জীবন) যন্ত্রের মতো করি দিন যাপন শুধু বেড়ে যায় এ ব্যবধান হবে না তো এরই সমাধান এ ঠিকানা কেউ জানেনা এখানে আর কেউ এসোনা কে কী বলে গেলো আমায় ভাবছি না আর শুনছি না করবো আমি মন যা বলে আর কিছু তো চাইছি না ♪ কে কী বলে গেলো আমায় ভাবছি না আর শুনছি না করবো আমি মন যা বলে আর কিছু চাইছি না কে কী বলে গেলো আমায় ভাবছি না আর শুনছি না করবো আমি মন যা বলে আর কিছু তো চাইছি না ♪ চাইছি না ♪ চাইছি না