Kishore Kumar Hits

Cactus - Massiha lyrics

Artist: Cactus

album: Tuchha


অচেনা রণাঙ্গনে মহড়ায়
কাঁটাতার অতন্দ্র প্রহরায়
অচেনা রণাঙ্গনে মহড়ায়
কাঁটাতার অতন্দ্র প্রহরায়
শুদ্ধসাজে আমি কিংবা তুমি
রক্তস্বাদ খোঁজে রণভূমি

অপচয় বাড়ে, জমে দীর্ঘশ্বাস
চেনা ঠিকানা ভুলে এ প্রবাস
অপচয় বাড়ে, জমে দীর্ঘশ্বাস
চেনা ঠিকানা ভুলে এ প্রবাস
অস্ত্র চেনে না পাপ-নিষ্পাপ
ধ্বংসস্তূপে পোড়ে অনুতাপ

অথচ এমনতো নয়, আর ছিলো না উপায়
ভুলে যাওয়া গানও তো মনে করা যায়
অথচ এমনতো নয়, আর ছিলো না উপায়
ভুলে যাওয়া গানও তো মনে করা যায়

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists